Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

পেরুর মিস পেনাল্টি নিয়ে যা বললেন মার্টিনেজ

১৫ অক্টোবর, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
পেরুর মিস পেনাল্টি নিয়ে যা বললেন মার্টিনেজ

বর্তমান সময়ে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু ১৫৬ টি আন্তর্জাতিক ম্যাচে ৮০ গোল করা এই আর্জেন্টাইন অধিনায়কের ট্রফি, ক্রেস্ট আর ব্যালন ডি’অর দিয়ে শোকেস ঠাসা থাকলেও একটি গোলও নেই পেরুর বিপক্ষে। শুক্রবার সকালের ম্যাচেও সেই আক্ষেপ ঘুচল না। গোল পেলেন না মেসি। লাউতারো মার্টিনেজের একমাত্র জয়সূচক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

যদিও পেরুর ইয়োশিমার ইয়োতুন পেনাল্টি মিস না করলে হার-জিতের কাব্যটা অন্যভাবেও লেখা হতে পারত।

বুয়েনস আইরেস মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচের ৬৫তম মিনিটে আর্জেন্টিনার ডি-বক্সে ঢুকে পড়া জেফারসন ফারফানকে গোলরক্ষক মার্টিনেজ ফাউল করেন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে জালে বল জড়াতে ব্যর্থ হন ইয়োশিমার ইয়োতুন।

পেরুর সেই পেনাল্টি মিসে অবশ্য আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিনো মার্টিনেজের কৃতিত্ব নেই। ইয়োশিমার শট কাঁপায় ক্রসবার। তবে ওই পেনাল্টি শট ঠেকাতে সংকল্পবদ্ধ ছিলেন মার্টিনেজ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।

কোপা আমেরিকায় টাইব্রেকারে কলম্বিয়াকে ঠেকিয়ে ফাইনালে তোলা এই গোলরক্ষক বলেন, ‘যারাই পেনাল্টি নিতে আসে অবশ্যই তারা দুর্দান্ত ফুটবলার। কিন্তু দিনশেষে এটা স্রেফ ভাগ্যের ব্যাপার। আমি দর্শকদের কথা শুনছিলাম আর তাদের খুশি করতে চাইছিলাম। সবাই (প্রতিপক্ষের) এটাকে গোলের মতো উদযাপন করেছে। আমরা তিন পয়েন্ট ও ক্লিনশিট পেয়েছি।’

আর্জেন্টিনার রক্ষণ নিয়ে এমি বলেছেন, ‘রক্ষণে ভালো করা আমাদের আনন্দ দিচ্ছে। আমরা জানি আমাদের ফরোয়ার্ডরা এক-দুই গোল করবেই। সবসময়ই এটা বলি— যদি আমরা ভালোভাবে ডিফেন্ড করতে পারি, তা হলে অনেক ম্যাচ জিততে পারব।’

শেয়ার