Top

বাজেট নিয়ে আ.লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার

১১ জুন, ২০২০ ৭:৩৪ অপরাহ্ণ
বাজেট নিয়ে আ.লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার

২০২০-২১ অর্থবছরের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার (১২ জুন) জানাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ওইদিন বেলা ১১টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনলাইন ব্রিফিংয়ে প্রতিক্রিয়া তুলে ধরবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রাইজিংবিডিকে জানান, স্বাভাবিক সময়ের মতো এবার সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়া জানানো হচ্ছে না। এবার অনলাইন ব্রিফিংয়ে দলের প্রতিক্রিয়া জানাবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার মধ্যে করখাতে আয় ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা।

এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অধীন আয় ৩ লাখ ৩০হাজার কোটি টাকা। এনবিআর-বহির্ভূত করব্যবস্থা থেকে ১৫ হাজার কোটি টাকা পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কর বহির্ভূত রাজস্ব ৩৩ হাজার কোটি টাকা ধরা হয়েছে। অভ্যন্তরীণ আয়ের বাইরে আগামী অর্থবছরে বৈদেশিক অনুদান থেকে ৪ হাজার ১০ কোটি টাকা অনুদান পাওয়ার আশা করছে সরকার।

শেয়ার