Top
সর্বশেষ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নেত্রকোণায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১২ ডিসেম্বর, ২০২০ ৭:৩৮ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নেত্রকোণায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
নেত্রকোণা সংবাদদাতা :

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে  এবং ভাস্কর্য স্থাপনের দাবিতে নেত্রকোণায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ আজ যৌথভাবে মানববন্ধন এবং প্রতিবাদসভা করেছেন।
আজ শনিবার সকালে পৌরভবনের সামনের সড়কে জেলা শহরের বিভিন্ন সরকারি দপ্তরের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে  ব্যানার হাতে নিয়ে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানব বন্ধন কর্মসুচী পালন কালে জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ  ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই শ্লোগান সম্বলিত ও বঙ্গবন্ধুর প্ল্যাকার্ড,  ফেস্টুন ও ছবি হাতে করে তুলে ধরেন। পরে স্থানীয় পাবলিক হল মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ হুমায়ূন কবীর, পুলিশ সুপার আকবর আলী মুনসী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক ইফতেখার বিন আজিজসহ অন্যান্য কর্মকর্তাগণ।

শেয়ার