ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৮৪ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৫৮৪ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৪ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৭৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৬৪ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ২৩ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৭৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২১ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফরচুন সুজের ৩৫৭ কোটি ৮৮ লাখ ৫১ হাজার টাকার, বেক্সিমকোর ৩৪২ কোটি ৪৯ লাখ ৭২ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৩২৮ কোটি ৫১ লাখ ২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২২৮ কোটি ৯১ লাখ ৮ হাজার টাকার, ডেল্টা লাইফের ২২১ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮৩ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকার ও জিপিএইচ ইস্পাতের ১৫৯ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস