সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ২৬৬ বারে ৯৮ লাখ ৬০ হাজার ৭৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফরচুন সুজের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৬৪ বারে ১ কোটি ২৩ লাখ ৮৯ হাজার ৩২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩৪ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এনআরবিসি ব্যাংকের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৬৭৪ বারে ২ কোটি ৩৬ লাখ ৪১ হাজার ৩৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৯ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সোনালী পেপারের ৭.১০ শতাংশ, সুহৃদের ৬.৭৭ শতাংশ, আইএফআইসির ৫.০৫ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪.০২ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩.৭৬ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩.৪৩ শতাংশ এবং এবি ব্যাংকের শেয়ার দর ৩.৪০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস