Top
সর্বশেষ

রিয়ালে বিধ্বস্ত শাখতার, ইন্টারে থামল শেরিফ

২০ অক্টোবর, ২০২১ ১১:৫৩ পূর্বাহ্ণ
রিয়ালে বিধ্বস্ত শাখতার, ইন্টারে থামল শেরিফ

গুনে গুনে ৫ গোল দিয়েই শাখতারের মাঠ নিয়ে জয় নিয়ে ফিরল রিয়াল। চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে শেরিফ তিরাসপোলের কাছে হারলেও গতকাল শাখতার দোনেৎস্ককে কোনো সুযোগই দেয়নি রিয়াল মাদ্রিদ।

দোনেৎস্কের ন্যাশনাল কমপ্লেক্স স্টেডিয়ামে রিয়াল প্রথম গোলটা পায় স্বাগতিক ডিফেন্ডার শেরহিই ক্রিভটসভের আত্মঘাতী গোলের সুবাদে। এরপর দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৬ মিনিটে জোড়া গোল করে রিয়ালকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র।

রিয়ালের হয়ে বাকি দুই গোল রদ্রিগো এবং করিম বেনজেমার। ৬৪ মিনিটে ব্রাজিলের তরুণ তুর্কি রদ্রিগো ব্যবধান করেন ৪-০। আর ইনজুরি সময়ে শাখতারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বেনজেমা।

গ্রুপের আরেক ম্যাচে রূপকথার জন্ম দিতে থাকা শেরিফকে হারিয়েছে ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লিগে প্রথমবার খেলতে এসেই শেরিফ নিজেদের প্রথম দুই ম্যাচে হারিয়ে দিয়েছিল শাখতার এবং ঐতিহ্যবাহী রিয়ালকে। তবে ইন্টারের বিপক্ষে আরেকটা ইতিহাস লেখা হলো না মলদোভিয়ান ক্লাবটির।

গতকাল সান সিরোর গুইসেপ্পে মিয়েজ্জাতে শেরিফকে ৩-১ গোলে হারায় স্বাগতিক ইন্টার। দলের জয়ে গোল তিনটি করেন এডিন জেকো, আর্তুরো ভিদাল এবং স্টেফান ডি ভ্রিজ। মাঝে সেবাস্টিয়েন থিলের গোল কেবল শেরিফের হারের ব্যবধানই কমিয়েছে।

একই রাতে অন্যান্যা গ্রুপের খেলায় জিতেছে আয়াক্স, স্পোর্টিং সিপি, পোর্তো। বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলের লজ্জায় ডুবিয়ে ম্যাচ জেতে আয়াক্স। বেসিকতাসকে ৪-১ গোলে হারিয়ে স্পোর্টিং সিপি। আরেক পর্তুগিজ ক্লাব পোর্তো ১-০ গোলে হারায় এসি মিলানকে।

শেয়ার