Top
সর্বশেষ

শাকিব-মাহির ‘বিলিভ মি’

১৪ ডিসেম্বর, ২০২০ ১:৪৪ অপরাহ্ণ
শাকিব-মাহির ‘বিলিভ মি’
বিনোদন ডেস্ক :

‘নবাব এলএলবি’ ছবির তৃতীয় গান ‘বিলভি মি’ অনলাইনে প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন অনন্য মামুন। সুর করেছেন দোলন মৈনাক। গেয়েছেন ইমরান ও কোনাল।

গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। এতে অংশ নিয়েছেন ‘নবাব এলএলবি’র প্রধান অভিনয়শিল্পী শাকিব খান ও মাহিয়া মাহি।

শাকিব-মাহি ছাড়া ছবিটিতে আছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, শবনম, শাহেদ আলী ও সুমন আনোয়ার।

‘নবাব এলএলবি’তে শাকিব খান একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। মাহিও আইনজীবী।

ছবিটি প্রযোজনা করছে নবীন প্রযোজনা সংস্থা সেলেব্রিটি প্রোডাকশন। তারা ইতোমধ্যে নির্মাণ করেছে ‘মেকআপ’ ও ‘সাইকো’। ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

২০১৭ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিলো ‘নবাব’। তবে ওই ছবির সঙ্গে ‘নবাব এলএলবি’র কোন মিল নেই বলে জানালেন মামুন।

শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত দ্বিতীয় ছবি এটি। তারা দুজন প্রথম অভিনয় করেছিলেন ২০১৩ সালে পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে।

বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর রাত ৮টা থেকে নতুন অ্যাপ আই থিয়েটারে দেখা যাবে ‘নবাব এলএলবি’।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার