Top

ইনিংসের দ্বিতীয় বলেই বিদায় নাঈম শেখের

২১ অক্টোবর, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
ইনিংসের দ্বিতীয় বলেই বিদায় নাঈম শেখের

সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। পাপুয়া নিউগিনিকে মোটামুটি একটা ব্যবধানে হারালেই প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার টুয়েলভ ।

ওমানের মাসকটে আল আমিরাত স্টেডিয়ামে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ।

ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই কাবুয়া মোরেয়ার প্রথম বলেই খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক কিপলিন দোরিগার হাতে প্রায় ক্যাচ দিয়ে ফেলেছিলেন নাইম; কিন্তু ভাগ্য ভালো, বলটা উইকেটরক্ষকের হাতে যাওয়ার আগেই মাটিতে পড়ে যায়। কিন্তু পরের বলেই বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দেন নাইম।

পাপুয়া নিউগিনির বোলার কাবুয়া মোরেয়ার লেগ স্ট্যাম্পের ওপর করা হাফভলি বলটিকে ডিপ স্কয়ার লেগে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেন। সেসে বাউর হাতে গিয়ে পৌঁছায় সেই বলটি। বাতাসে ভেসে আসা বলটি তালুবন্দী করতে মোটেও কষ্ট করতে হয়নি বাউকে।

ইনিংসের দ্বিতীয় বলে নিজের এবং দলীয় কোনো রান তোলার আগেই বিদায় নিলেন নাইম শেখ।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ৩.৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৩। উইকেটে রয়েছেন ১৩ রান নিয়ে লিটন দাস এবং সাকিব আল হাসান ১০ রান নিয়ে।

শেয়ার