Top
সর্বশেষ

বড় পতনে সপ্তাহ শুরু

২৪ অক্টোবর, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
বড় পতনে সপ্তাহ শুরু
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা সাত কার্যদিবস পতন হয়েছে পুঁজিবাজারে। এই সাত কার্যদিবসে ৩৪৭ পয়েন্ট সূচক কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৯৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, দর কমেছে ২৯২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

ডিএসইতে এক হাজার ৪৭০ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকার।

অপরদিকে,  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৫১ পয়েন্টে।

সিএসইতে ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দর বেড়েছে, কমেছে ২১০টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার