শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিটির ক্রেটিড রেটিং করেছে ক্রেটিড রেটিং ইনফরমেশন অ্যন্ড সার্ভিসেস লিমিটেড (ইসিআরএল)।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ক্রেটিড রেটিং ইনফরমেশন অ্যন্ড সার্ভিসেসের রেটিং অনুযায়ী, রিজেন্ট টেক্সটাইলের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৪’।
কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত এবং ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ রেটিং সম্পন্ন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আর শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।