Top

ডিএসই‌তে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

১৩ জুন, ২০২০ ৩:৪৬ অপরাহ্ণ
ডিএসই‌তে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

‌ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর কোম্পানিটির মোট ৫০ লাখ ৫৯ হাজার ৮৮৬টি শেয়ার হাতবদল করেছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উ‌ঠে এসে‌ছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১১ লাখ ৯২ হাজার ৮৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৫৭ লাখ টাকা।

গ্রামীণফোন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬ লাখ ৮২ হাজার ৩৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৩০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, এক্সিম ব্যাংক, বেক্সিমকো, ইন্দো-বাংলা ফার্মা, লিন্ডে বাংলাদেশ ও গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড।

শেয়ার