পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে গর্বিত। একইসঙ্গে বাংলাদেশও জাতিসংঘকে নিয়ে গর্বিত। জাতিসংঘ সব সময় আমাদের উন্নয়নে ভূমিকা রাখছে।
রবিবার (২৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ঢাকাবাসী আয়োজিত জাতিসংঘ দিবস উপলেক্ষ এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শান্তির জন্য সব সময় কাজ করে গেছেন। তিনি বলেছেন, শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। জাতিসংঘের আওতায় সব ধরনের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে বলে ঘেষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। তার সেই আশার বাস্তবায়ন এখন দৃশ্যমান। কারণ, বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশনে এক নম্বরে। আমাদের এক লক্ষ ৭৬ হাজার সদস্য জাতিসংঘ মিশনে বিভিন্ন দেশে কাজ করছে। সেখানে নারীরাও আছেন। শেখ হাসিনার আমলেই সেখানে নারীরা অংশ নিয়েছেন। কিন্তু শুধু কর্মী পাঠিয়েই নয়, আমরা আরও কাজ করতে চাই।
তিনি আরও বলেন, সংঘাত, মারামারি, হানাহানি, একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ নির্মূলে শেখ হাসিনা জাতিসংঘে প্রস্তাব দিয়েছেন। এর নাম হলো শান্তির সংস্কৃতি। জাতিসংঘের ১৯৩টি দেশ শেখ হাসিনার সে প্রস্তাব গ্রহণ করে। ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই’-মানুষের মাঝে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, হানাহানি থাকবে না- শেখ হাসিনার এ প্রস্তাব সব দেশ গ্রহণ করেছে।
তিনি বলেন, তবে এ মাইন্ড সেট তৈরি করা একা সরকারের পক্ষে সম্ভব না। সে ধরনের শিক্ষক দরকার। সে ধরনের অভিভাবক প্রয়োজন। স্কুলে, মাদরাসায়, মসজিদে, মন্দিরে, প্যাগোডায়, চার্চে সেসব নেতৃত্ব প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশের অগ্রণী ভূমিকা আছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৪০৮ খ্রিস্টাব্দে ইউরোপ-আমেরিকায় যখন যুদ্ধ-বিগ্রহ চলছে, তখন এ বঙ্গে চণ্ডীদাস গেয়ে উঠলেন- ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’। সুতরাং, আমরা বিশ্ব নেতৃত্ব দিতে চাই। শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতৃত্ব দেওয়ার যথেষ্ট যোগ্যতা আমাদের রয়েছে।
তিনি আরও বলেন, জাতিসংঘের যে অর্জন, তার মূলে হচ্ছে এর সদস্য রাষ্ট্র। জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে গর্বিত। এজন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার প্রতিষ্ঠার পরই জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদন করেছিলেন। তাকে তখন অনেকেই বলেছিল, আপনি তো সদস্যপদ পাবেন না। তবুও তিনি দরখাস্ত করেছিলেন। দরখাস্ত করার পর অনেকেই বলেছিল, দেরি হবে। কারণ বিভিন্ন শত্রুরা তখন সক্রিয়। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, জাতিসংঘের সদস্যপদ আমাকে অবশ্যই অর্জন করতে হবে।