Top
সর্বশেষ

শ্বশুর অসুস্থ, ফাইনাল না খেলে আমেরিকায় যাচ্ছেন সাকিব

১৫ ডিসেম্বর, ২০২০ ১২:৫৫ অপরাহ্ণ
শ্বশুর অসুস্থ, ফাইনাল না খেলে আমেরিকায় যাচ্ছেন সাকিব
স্পোর্টস ডেস্ক :

সবে ডানা মেলে উড়তে শুরু করেছেন সাকিব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন-এ শুরুর দিকে হাসছিল না তার ব্যাট। বল হাতে আগের রূপে দেখা গেলেও ব্যাট হাতে ছিলেন মলিন। গ্রুপ পর্বের খেলা শেষে প্রথম কোয়ালিফায়ারে দেখা মেলে ব্যাট হাতে সাবলীল সাকিব আল হাসানকে। কিন্তু হঠাৎ করে দল ছাড়লেন জেমকন খুলনার এই অলরাউন্ডার।

শশুর অসুস্থ থাকায় গতকাল সোমবার রাতেই ম্যাচ শেষে টিম হোটেল ছাড়েন সাকিব। শীঘ্রই চলে যাবেন আমেরিকায়। এমন তথ্য দিয়েছে খুলনার টিম ম্যানেজমেন্ট।

এ ছাড়া এক বিবৃতিতে দলটির ম্যানেজার নাফিস ইকবাল জানান ‘সাকিবের গতকাল (সোমবার) রাতে চলে যেতে হয়েছে। ওর শশুর অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, গতকাল জানতে পারে যে খুব গুরুতরভাবে অসুস্থ হয়েছেন।‘

তিনি আরও বলেন ‘যেহেতু পরিবার সবার আগে এবং জেমকন খুলনা সবসময় এটা অগ্রাধিকার দেয়, সম্মান দেয় তাই সেদিক থেকে আমাদের দিক থেকে কোন সমস্যা ছিলনা। গতকাল রাতে ও হোটেল ছেড়েছে, আজকে ওর ফ্লাইট খুলনার পক্ষ থেকে তার জন্য আমরা সবাই দয়া করি, আশা করি ও নিরাপদ থাকবে।’

গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সাকিবের দল জেমকন খুলনা টুর্নামেন্টের অন্যতম সেরা দল গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এই ম্যাচে ব্যাট হাতে সাকিব ১৫ বলে ২৮ রান করেন। আর বল হাতে নেন এক উইকেট।

টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে সাকিব করেন ১১০ রান। সর্বোচ্চ ২৮ রান। বল হাতে ৯ ম্যাচে নেন ৬ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৬টি করে। নিষিদ্ধের পর ফেরার প্রত্যাবর্তনটা হয়নি সাকিব সুলভ। আবার এখন টুর্নামেন্ট না শেষ করেই চলে যাচ্ছেন আমেরিকায়।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার