Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

কোম্যানকে ছাঁটাই করল বার্সেলোনা

২৮ অক্টোবর, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ
কোম্যানকে ছাঁটাই করল বার্সেলোনা

রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের মধ্য দিয়ে বার্সেলোনায় রোনাল্ড কোম্যান অধ্যায় শেষই হয়ে গেলো। এই ডাচ কোচকে ছাঁটাই করল বার্সেলোনা। বুধবার রাতে ভায়েকানোর মাঠে ১-০ গোলের হারের পর বার্সেলোনা জানিয়ে দেয়, প্রধান কোচের পদে আর থাকছেন না কোম্যান।

কাতালান ক্লাবটির আস্থার সমাপ্তি। দলের বাজে পারফরম্যান্সের পরও কোম্যানকে দায়িত্ব চালিয়ে যেতে দিচ্ছিল বার্সেলোনা বোর্ড। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে হার এবং পরের ম্যাচেই ভায়েকানোর মাঠে গিয়ে ধাক্কা খাওয়ায় আর আস্থা রাখতে পারেনি। এক বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানিয়েছে, কোম্যানকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কাতালান ক্লাব থেকে জানানো হয়েছে, ‘রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়ে দিয়েছেন তাকে (কোম্যান)। বৃহস্পতিবার দলকে বিদায় বলবেন কোম্যান।’

কোম্যানের বিদায়ে ক্লাব কিংবদন্তি জাভির দায়িত্ব নেওয়ার গুঞ্জনের পালে আরও হাওয়া লাগতে শুরু করেছে। সাবেক মিডফিল্ডারের সঙ্গে নাকি সপ্তাহখানেক আগে থেকেই যোগাযোগ শুরু করেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পের দায়িত্ব নেওয়ার দৌড়ে জাভিই এগিয়ে আছেন।

শেয়ার