Top
সর্বশেষ
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

পাটুরিয়ায় ফেরিডুবি: দ্বিতীয় দিনেও উদ্ধার অভিযান অব্যাহত

২৮ অক্টোবর, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
পাটুরিয়ায় ফেরিডুবি: দ্বিতীয় দিনেও উদ্ধার অভিযান অব্যাহত
নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহের ভেতরে থাকা যানবাহন উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ উদ্ধার অভিযান শুরু হয়।

বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার পাশাপাশি উদ্ধার কাজে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ফেরির ভেতরে ৫টি ট্রাক রয়েছে। এ ছাড়া ডুবে যাওয়া আরও ৫টি ট্রাক শনাক্ত করা হয়েছে। এই দুর্ঘনার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহকে উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় বুধবার (২৭ অক্টোবর) রাতে পাটুরিয়ায় পৌঁছানোর কথা ছিল। তবে সেটি ৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে এলে চাঁদপুরের কাছে আমিরাবাদ পয়েন্টে নোঙর করে। এ কারণে ফেরিটি উদ্ধার নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক ও মালিকরা।

বুধবার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি পণ্যবাহীবাহী ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলসহ রো রো ফেরি আমানত শাহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে আসার পর তলা দিয়ে পানি প্রবেশ করে কাত হয়ে ডুবে যায়। এসময় স্রোতে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক ভেসে গেলেও অন্যান্য ট্রাক ও মোটরসাইকেল ডুবে যায়। তবে কোনো যাত্রী বা চালক নিখোঁজের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

এদিকে ফেরিডুবির ঘটনায় স্থানীয় প্রশাসন চার সদস্যের ও নৌ-মন্ত্রণালয় সাত সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। প্রথমদিনে তিনটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ এখন একটি ট্রাক তোলার চেষ্টা চলছে। কয়েকটি ট্রাক ভেসে গেছে। তাছাড়া কয়েকটি ট্রাকের অবস্থান শনাক্ত করা হয়েছে।

এছাড়া উদ্ধারকারী জাহাজ গতকাল রওনা হলেও আজ সকাল ১০টা পর্যন্ত আসেনি বলে জানান তিনি।

শেয়ার