Top
সর্বশেষ

দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখের বড় পরাজয়

২৮ অক্টোবর, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ
দুর্দান্ত ফর্মে  থাকা বায়ার্ন মিউনিখের বড় পরাজয়

বায়ার্ন মিউনিখকে বলা হয় জার্মান ফুটবলের রাজা। রেকর্ড ৩১ বার বুন্দেসলিগার শিরোপা জিতেছে তারা। গেল মৌসুমেও শিরোপার মুকুট পরেছিল দলটি। বুন্দেসলিগায় রবার্ট লেভান্ডভস্কি, টমাস মুলারদের একক আধিপত্য কিছুটা হলেও হোঁচট খেয়েছে গতকাল (বুধবার) রাতে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে খেলায়।

কোচ জুলিয়ান নাগেলসম্যানের অধীনে এখন পর্যন্ত দারুণ খেলছেন লেভান্ডভস্কিরা। ৯ ম্যাচের ৭টিতেই জয় পেয়েছে তারা। কিন্তু গতকাল মুনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে বেশ ছন্নছাড়া মনে হয়েছে বায়ার্ন ডিফেন্সকে। নিজেদের ঘরের মাঠে ৫-০ ব্যবধানে জার্মান জায়ান্টদের উড়িয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের ১২ নম্বর দল বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ। খেলার মাত্র ২ মিনিটের মাথায় ডি বক্সে দারুণ বোঝাপড়ায় ফরাসি ফুটবলার কৌয়াদিও কোনের গোলে এগিয়ে যায় মুনশেনগ্ল্যাডবাখ।

খেলার ১৫ মিনিটে ব্যাবধান দ্বিগুণ করেন রামী বেন্সেবাইনি। মাঝমাঠ থেকে দারুণ বিল্ড আপে বায়ার্ন বিপদসীমায় ঢুকে পড়ে মুনশেনগ্ল্যাডবাখ। দারুণ এক ক্রসে আলতো ছোঁয়ায় ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন বেন্সেবাইনি। এর মিনিট পাঁচেক বাদেই বায়ার্ন ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের ভুলে পেনাল্টি পায় মুনশেনগ্ল্যাডবাখ। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় আবারও গোল করে দলকে ৩-০ তে এগিয়ে নেন বেন্সেবাইনি।

প্রথমার্ধের বাকি সময় আর কোন গোল হজম করেনি বায়ার্ন। মুনশেনগ্ল্যাডবাখ রক্ষণে ত্রাস সৃষ্টি করলেও গোলের দেখা পাননি লেভান্ডভস্কি, মুলার, সার্জ গ্যানাব্রিরা। ম্যাচের ৫১ মিনিটে রক্ষণভাগের মারাত্মক ভুলে ডি বক্সে বল পেয়ে যান মুনশেনগ্ল্যাডবাখের সুইস স্ট্রাইকার ব্রেল এমবোলো। জোরালো শটে আবারও এগিয়ে নেন দলকে। এর ছয় মিনিট বাদেই দারুণ এক থ্রু বল পেয়ে গতি বাড়িয়ে প্রতিপক্ষ ডি বক্সে ঢুকে পড়েন এমবোলো। বাঁ-পায়ের দারুণ ফিনিশিংয়ে বায়ার্ন কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সুইজারল্যান্ডের এই ফরোয়ার্ড।

খেলার ৬২ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও গোলের দেখা পায়নি বায়ার্ন। এদিন ভাগ্যও কিছুটা বিপক্ষে ছিল তাদের। খেলার শেষদিকে সুযোগ এসেছিল একটি গোল শোধ করার। কিন্তু বায়ার্ন খেলোয়াড়ের দেয়া হেড ক্রসবারে গিয়ে লাগলে ০-৫ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে নাগেলসম্যানের শিষ্যরা।

শেয়ার