Top
সর্বশেষ

দলে ফিরলেন কৌতিনহো, জায়গা হলো না ভিনিসিয়াসের

৩০ অক্টোবর, ২০২১ ১১:২১ পূর্বাহ্ণ
দলে ফিরলেন কৌতিনহো, জায়গা হলো না ভিনিসিয়াসের

স্প্যানিশ লিগে বার্সেলোনার হয়ে শেষ কয়েক দিনে বেশ বিবর্ণ ফেলিপে কৌতিনহো। ওদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে আগুনে ফর্মে আছেন ভিনিসিয়াস জুনিয়র। দু’জনের এমন ফর্মের পরও ব্রাজিল দলে দেখা গেল অদ্ভুতুড়ে এক বৈপরীত্য; নভেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য যে দল ঘোষণা করেছেন কোচ তিতে, তাতে জায়গা হয়েছে অফ ফর্মে থাকা কৌতিনহোর, কিন্তু তাতে নেই ভিনিসিয়াসের নাম!

শুক্রবার রাতে ২৩ সদস্যের দল ঘোষণা করেন কোচ তিতে। তাতে কৌতিনহো ছাড়াও ফিরেছেন তারকা স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। তার ফেরাটা অবশ্য অবশ্যম্ভাবীই ছিল। সপ্তাহ দুয়েক আগেই করেছেন হ্যাটট্রিক, আছেনও দারুণ ছন্দে। তবে অফ ফর্মে থাকা কৌতিনহো দলে ফেরা, সেই দলেই ভিনিসিয়াসের না থাকাটা কিছুটা বিস্ময়েরই জন্ম দিয়েছে।

ব্রাজিলীয় লিগে খেলা একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন গ্রেমিওর গোলরক্ষক গাব্রিয়েল শাপেকো। প্রথমবারের মতো সেলেসাও দলে ডাক পেলেন তিনি। তার দলে আসায় বাদ পড়ে গেছেন ওয়েভারটন।

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে বেশ ভালো অবস্থানে আছে ব্রাজিল। এ পর্যন্ত কেবল এক ম্যাচেই ড্র করেছে তিতের শিষ্যরা। ১১ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট জিতেছে দলটি। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে দলটির। আর্জেন্টিনা ছয় পয়েন্ট কম নিয়ে আছে তালিকার দ্বিতীয় অবস্থানে।

আগামী নভেম্বরে অবশ্য দলটির জন্য অপেক্ষা করছে অগ্নিপরীক্ষা। ১২ নভেম্বর কলম্বিয়ার মাঠে খেলবে ব্রাজিল, এর পাঁচ দিন পরই আর্জেন্টিনার আতিথ্য নেবে তিতের শিষ্যরা।

ব্রাজিল দল:
গোলরক্ষক: অ্যালিসন, গাব্রিয়েল শাপেকো, এডারসন।
ডিফেন্ডার: দানিলো, আলেক্স সান্দ্রো, এমারসন রয়্যাল, এডার মিলিতাও, লুকাস ভেরিসিমো, মার্কিনিয়োস, থিয়াগো সিলভা, রেনান লোদি।
মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনিয়ো, ফ্রেদ, জেরসন, লুকাস পাকেতা, ফেলিপে কৌতিনহো
ফরোয়ার্ড: নেইমার, আন্তোনি, রাফিনিয়া, গাব্রিয়েল জেসুস, মাথেউস কুনইয়া, রবের্তো ফিরমিনো

শেয়ার