Top
সর্বশেষ

স্বপ্ন দেখেছেন, লড়েছেন, এবার করতে চান স্বপ্ন জয়

৩০ অক্টোবর, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
স্বপ্ন দেখেছেন, লড়েছেন, এবার করতে চান স্বপ্ন জয়
মুরাদুল মুস্তাকীম :

বিখ্যাত একটি প্রবাদ আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। প্রসিদ্ধ এই প্রবাদের বাস্তব উদাহরণ যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান। হুইলচেয়ারে বন্দী জীবনও যে গৌরবের হতে পারে সেটাই তিনি দেখিয়েছেন নিজের অদম্য মনোবল আর ইচ্ছে শক্তির দ্বারা।

জন্মের পর ছয়মাস পর্যন্ত অন্য সবার মতো স্বাভাবিক জীবন তারও ছিলো। কিন্তু বিপত্তিটা বাঁধে হঠাৎ টাইফয়েডে আক্রান্ত হয়ে। জীবন ওলটপালট হয়ে যায়। এক অসীম যুদ্ধের শুরু হয়। হাত এবং পায়ের শক্তি চিরতরে হারিয়ে ফেলা, হুইলচেয়ারে বন্দী হয়ে যাওয়া, কিংবা আরও নানান ধরনের শারিরীক অক্ষমতা। সব প্রতিবন্ধকতাকে জয় করে জীবন যুদ্ধে বারবার নিজেকেই বিজয়ী দেখতে চেয়েছেন। এবং হয়েছেনও বিজয়ী। দীর্ঘ পড়াশোনা জীবনের ইতিও টানার সময় হয়েছে এবার।

বৈচিত্রময় এই জীবনের গল্পটা একটু অদ্ভুতই। তার কাছে শারীরিক বাধা কোনো ‘বাধা’ হয়েই দাঁড়াতে পারেনি কোনদিন।

সাইদুর রহমান, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সন্তান। ৫ ভাইবোনের মধ্যে তৃতীয়। পরিবার এবং বন্ধুদের সহযোগিতাতেই মূলত দীর্ঘ এই পথ পাড়ি দেয়া।

এসএসসি দিয়েছেন নিজ উপজেলা দেবিদ্বারের রিয়াজ উদ্দিন পাইলট হাই স্কুল থেকে, এবং এইচএসসি পাশ করেন সুজাত আলী কলেজ থেকে।

শারীরিক অক্ষমতায় সাইদুরের স্বপ্নটা স্থবির হয়ে যেতে পারতো। কিন্তু অদম্য আর দৃঢ় এক মনোবল তাঁকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে বারবার। তিনি বিশ্বাস করেন, শারীরিক অক্ষমতা মানেই সবকিছু থেমে যাওয়া নয়। মনের জোরে বারবার জেগে ওঠেন তিনি। এমন অদম্য, অজেয় ইচ্ছাশক্তি যার আছে তিনি কখনো হেরে যান না, সাইদুরও হেরে যাননি। সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছার জন্য প্রয়োজন এমন শক্তিশালী ইচ্ছাশক্তির।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগে ভর্তি হন তিনি। স্নাতকের পর স্নাতকোত্তরও শেষ করেছেন কিছুদিন আগে। পড়াশোনার তীব্র আকাঙ্ক্ষায় এবার ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ কোর্সে। পড়বেন ম্যানেজমেন্ট স্টাডিজ (এইচআরএম) বিভাগে।

মেডিকেলের ভাষায় সেলিবারি পালস ডিসঅর্ডারের কারণে হাতেও নেই কোন শক্তি। দীর্ঘ পড়াশোনা জীবনে কোন পরীক্ষাই দিতে পারেননি নিজের হাতে। পরীক্ষার হলে তিনি মুখে বলে যান, আর তার মুখের কথা গুলোকে কাগজে লিখে দেন অন্যজন। জীবনের এতো ছড়াই উৎরাই ফেরিয়েও ধরে রেখেছেন ভালো ফলাফল। স্নাতক শেষ করেছেন ৩.১৪ সিজিপিএ নিয়ে। লক্ষ্য এবার আরো এগিয়ে যাওয়া। নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি দেশের জন্য কিছু করা।

তবে বাংলাদেশের সোসাইটি নিয়ে আক্ষেপ ঝাড়েন সাইদুর! বলেন, এখানে আমাদের যোগ্যতাকে স্থান না দিয়ে আমাদের শারিরীক দুর্বলতাকে উপরে স্থান দেওয়া হয়। যেকোন চাকরির জন্য চেষ্টা করলে প্রথমেই আমার শারিরীক অক্ষমতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। অথচ যে ব্যাক্তিটা এই বিচার করছেন তাকেই হয়তো বছরে কখনো তার চেয়ার ছেড়ে অন্য কারো কাছে যেতে হয়নি।

নিজের দক্ষতার ব্যাপারে জানতে চাইলে বলেন, কম্পিউটারের পাশাপাশি রিসার্চ, আদার্স ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশনে অত্যন্ত দক্ষ তিনি। পাশাপাশি ডেইলি এশিয়ান এইজ এবং দি ডেইলি অবজার্ভারে প্রকাশিত হয়েছে তার বিভিন্ন এডিটোরিয়াল আর্টিকেল।

পড়াশোনার জন্য সর্বদা উদগ্রীব এই শিক্ষার্থীর আরেকটি আক্ষেপ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি নিয়ে। লাইব্রেরি অনেক উঁচুতে হওয়ায় কখনো চাইলেই যেতে পারেননা। অন্যের কাঁধে ভর করে যাওয়াও সম্ভব হয়না কখনো।

সাইদুরের চোখে এখন শুধু একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। নিজের যোগ্যতার বিচারে একটা চাকরি পাওয়া। কিন্তু নিয়োগ পরীক্ষাগুলোতে তিনি বারবার আবেদন করেও কোন রাইটিং এসিস্ট্যান্ট পাচ্ছেন না নিয়মের ভেড়াজালে। ফলে স্বপ্ন ধ্বংস হচ্ছে বারবার। অনেক করে চান একজন এসিস্ট্যান্ট তার এই লক্ষ্যটাকে একটু সহজ করে দিক।

তাই তার আপাতত স্বপ্ন বাংলাদেশ এই সুযোগ গুলো দিয়ে তার পাশে এসে দাঁড়াক। কাঁধ চাপড়িয়ে বলুক, পুরো বাংলাদেশ সাইদুরদের পাশে আছে।

শেয়ার