Top

মাতারবাড়ীতে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

১৬ ডিসেম্বর, ২০২০ ১০:৫১ অপরাহ্ণ
মাতারবাড়ীতে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ
কক্সবাজার, প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৫ ডিসেম্বর)বিকেলে মহেশখালীর মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসার মাঠে চেক বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ১২৩ জনকে বিভিন্ন অংকের চেক বিতরণ করা হয়।

মাতারবাড়িতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির বাস্তবায়নাধীন ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প এবং বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট প্রকল্পের ভূমি অধিগ্রহণ করা হয়।ফলে এতে বিভিন্ন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষতিপূরণের চেক প্রদান করা হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আশেক উল্লাহ রফিক।অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ,উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান,উপজেলা সহকারী কমিশনার ভূমি সুইচিং মং মারমা ও মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বক্তব্য প্রদান করেন।

শেয়ার