সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৬৮ বারে ৫২ লাখ ৮০ হাজার ৪৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৭৮ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ৬৪৯ বারে ৩ লাখ ৪ হাজার ১৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা হামিদ ফেব্রিক্সের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৩ বারে ৪০ লাখ ২১ হাজার ২১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৭.৫৮ শতাংশ, শেফার্ডের ৭.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৩২ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৭.০৩ শতাংশ, ফার কেমিক্যালের ৬.৭২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৩০ শতাংশ এবং ফরচুন সুজের শেয়ার দর ৬.০৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস