সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৬৮ বারে ৪ লাখ ৬০ হাজার ৯৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৬১ বারে ৯ লাখ ৬৩ হাজার ৭৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এএফসি এগ্রোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৬৫ বারে ৩ লাখ ৯২ হাজার ৬৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫.৪৭ শতাংশ, লুব-রেফের ৫.৩১ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.০৪ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৩ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.১৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.০২ শতাংশ এবং বে লিজিংয়ের শেয়ার দর ৩.৯০ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস