সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৬৩৪ বারে ১ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৭৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৯২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৮৯ বারে ৩ লাখ ৮৫ হাজার ৯৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শেফার্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৯৩ বারে ১৪ লাখ ৮ হাজার ৯৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬.১৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৪৭ শতাংশ, প্রাইমটেক্সের ৫.৪০ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫.৩২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫ শতাংশ, মিথুন নিটিংয়ের ৪.৭৬ শতাংশ এবং জুট স্পিনার্সের শেয়ার দর ৪.৫৮ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস