সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৭০ বারে ৪ লাখ ৬৮ হাজার ৯৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৩৩ বারে ১৯ লাখ ৬৬ হাজার ৯১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৭০ বারে ৭ লাখ ৫৯ হাজার ৫৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফার্স্ট ফাইন্যান্সের ৫.৩৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০৫ শতাংশ, এস আলমের ৪.২৪ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৪.২২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৪.১২ শতাংশ, নিউলাইন ক্লোথিংয়ের ৩.৯০ শতাংশ এবং হাক্কানি পাল্পের ৩.৭২ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস