সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৪টি কোম্পানির ৬৭ কোটি ৯২ লাখ ৪৭ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লেনদেনের শীর্ষে থাকা রেনাটা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে প্রায় ২২ কোটি ৮৪ লক্ষ ৩৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লিন্ডে বিডির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪৬ লক্ষ ৮০ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১২ লাখ ১৬ হাজার ৭ কোটি ৬৮ লক্ষ ৮৩ হাজার টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে কাটালি টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৩০ লক্ষ ৪ হাজার টাকার।
এছাড়া, একটিভ ফাইনের ২ কোটি ৭৩ লক্ষ টাকার, বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৪০ হাজার ৩ লক্ষ টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ১৬ লক্ষ ২২ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৫ লক্ষ টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৫ লাখ টাকার, যমুনা অয়েলের ৮৬ লক্ষ টাকার, স্কয়ার ফার্মার ৬১ লক্ষ ৫৩ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৫১ লক্ষ ৬৫ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৪৬ লক্ষ টাকার, ডেল্টা লাইফের ৩৮ লক্ষ ৮৯ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৩৬ লক্ষ ৫৫ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ২০ লক্ষ ৫৫ হাজার টাকার, কপারটেকের ১৩ লক্ষ ৪৭ হাজার, টাকার ঢাকা ডাইংয়ের ১২ লক্ষ ৫০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১২ লক্ষ ৪০ হাজার টাকার, বিবিএস ক্যাবলের ১২ লক্ষ ৩ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ লক্ষ ২২ হাজার টাকার, সোনালী পেপারের ৮ লক্ষ ৯৫ হাজার টাকার, এবি ব্যাংকের ৬ লক্ষ টাকার, গ্রামীণফোনের ৬ লক্ষ টাকার এবং ম্যাকসন্স স্পিনিংয়ের ৫ লক্ষ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস