সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তুংহাই নিটিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৮ বারে ২ লাখ ৪ হাজার ৯৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্টাইলক্রাফটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৬৫ বারে ১ লাখ ৪০ হাজার ২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি থাইয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ টাকা ৫৭১ বারে ২৪ লাখ ৩৯ হাজার ৫২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফার্মা এইডসের ৭.৪২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.০৫ শতাংশ, আরামিটের ৭ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৬.৭২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬.৪৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.২৫ শতাংশ এবং ন্যশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দর ৬.১৭ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস