সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩২ বারে ৪ হাজার ৪৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা গোল্ডেন সনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫০৬ বারে ৬৬ লাখ ১৪ হাজার ৪২৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২০ বারে ১৯ লাখ ৪৮ হাজার ৩৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওয়ার্কের ৮.২৭ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫.২১ শতাংশ, ই-জেনারেশনের ৩.৭১ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৩.৪৭ শতাংশ, বিকন ফার্মার ৩.৪৬ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৮ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের শেয়ার দর ৩.২২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস