Top

নোয়াখালী ম্যাটস এর প্রশাসনিক ভবনে তালা, হামলা-সংঘর্ষে আহত ৩

০৯ নভেম্বর, ২০২১ ২:১৮ অপরাহ্ণ
নোয়াখালী ম্যাটস এর প্রশাসনিক ভবনে তালা, হামলা-সংঘর্ষে আহত ৩
নোয়াখালী প্রতিনিধি :

স্টাফ সিন্ডিকেট মুক্ত ক্যাম্পাস, পরীক্ষায় স্টাফ গার্ড বাতিল, তিন শিক্ষকের বহিস্কার ও ছাত্রী হোস্টেলে নারী সুপার দেওয়ার দাবীসহ ৮ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করেছে নোয়াখালী মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এসময় তারা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের মূলপ্রটকে তালা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ শিক্ষার্থী আহত ও ক্যাম্পাসে ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে আন্দোলনকারীদে ওপর হামলা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাঈদ সৈকতকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশের কোথাও ম্যাট্স এর হলগুলোর দায়িত্ব স্টাফ থাকে না, হলের দায়িত্বে থাকে শিক্ষক। অথচ নোয়াখালী ম্যাটস-এ ছাত্রী হলে পুরুষ স্টাফ ও ছাত্র হোস্টেলেও স্টাফ দায়িত্বে রয়েছে। এখানে স্টাফরা পরীক্ষায় গার্ড পড়ছে, স্টাফদের স্যার বলতে শিক্ষার্থীদেরকে বাধ্য করা হচ্ছে। শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ক্যাম্পাস খোলা থাকলেও লাইব্রেরি সুবিধা পাচ্ছে না। ছাত্রী হোস্টেলের সিসি টিভি ক্যামেরার দায়িত্ব পুরুষ স্টাফকে দেওয়া হয়েছে। এসব ঘটনায় তারা অবস্থান নিলে দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থী তাদের শান্তিপূর্ণ অবস্থানে হামলা করে। এক পর্যায়ে আন্দোলনকারী ও হামলাকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩জন আহত হয়। তাদের দাবী মেনে না নিলে আগামী ২৭ নভেম্বরের পরীক্ষা বর্জনের হুমকিও দেওয় তারা।

এ বিষয়ে ম্যাটস এর অধ্যক্ষ মো. হাবিব-উল-করিম বলেন, শিক্ষার্থীদের কিছু দাবী যৌক্তিক। তাদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করলেও শিক্ষার্থীরা রাজি হননি।

শেয়ার