কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের নবীপুরে এক প্রবাসীর স্ত্রী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত সাত যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনার শিকার হন ওই নারী।
আটককৃতরা হলেন, কাপাসিয়ার তরগাঁও এলাকার মোস্তফা বেপারীর ছেলে রোমন বেপারী (২০), মহসীনের ছেলে জোবায়ের (২১), মফিজ উদ্দিন সর্দারের ছেলে মোস্তারীন সর্দার (২১), এহসান মোড়লের ছেলে মাহবুবুল হোসেন শাকিব (২২), মৃত ছফুর উদ্দিনের ছেলে মাসুম শেখ (২১), শামসুল হকের ছেলে রাকিব হোসেন (২০) ও বাদল মোড়লের ছেলে মহফুজুল হক (২০)। তবে প্রধান অভিযুক্ত কাপাসিয়ার চর খামের গ্রামের আইনুদ্দীনের ছেলে সাখাওয়াত এখনো পলাতক।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, সাখাওয়াতের সঙ্গে ওই গৃহবধূর মোবাইলে যোগাযোগ ছিলো। ঘটনার রাতে সাখাওয়াত ভিকটিমকে মোবাইল দেওয়ার কথা বলে নরাইদ্দারটেক কড়ইতলায় যেতে বলে। সেখানেই গণধর্ষণের শিকার হন ওই নারী। ধর্ষকরা সেই ভিডিও মোবাইলে ধারণ করে টাকা দাবি করছিলো।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন জানান, অভিযুক্তদের আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বাণিজ্য প্রতিদিন/এমআর