Top

সিংগাইরে ইউপি নির্বাচনে মাঠে নেই বিএনপি

১০ নভেম্বর, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ
সিংগাইরে ইউপি নির্বাচনে মাঠে নেই বিএনপি

নির্বাচনের শেষ সময়। এরই মধ্যে সকল প্রকার প্রচার প্রচারণা সম্পন্ন করছেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদ প্রার্থীরা।

পাড়া মহল্লায় এখন শুধু অপেক্ষা ভোট প্রদান কর্মসূচির। এবারের নির্বাচনে ভোটারেরা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করবে এমনটাই উঠে আসছে চায়ের দোকানের আড্ডায় ও লোকমুখে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের হাট বাজারের পথঘাট। হরেক রকম প্রতীকের সমারোহে মুখরিত সিংগাইর উপজেলা।

এদিকে ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। কোনো প্রকারের শৃঙ্খলা ভঙ্গ যেন না হয় সেজন্যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও লক্ষ করা গেছে।

উপজেলার এগারোটি ইউনিয়ন হলো সিংগাইর, বায়রা, বলধারা, চান্দহর, চারিগ্রাম, জামশা, জামির্তা, জয়মন্টপ, শায়েস্তা, তালেবপুর ও ধল্লা।

নির্বাচনে আওয়ামী লীগের অংশ গ্রহণ থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অংশ গ্রহণ করছেন না। তবে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। সেই সাথে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও।

এদিকে এরই মধ্যে  সিংগাইর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে ৮জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

গত মঙ্গলবার ৯ নভেম্বর বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন জানান, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সঙ্গে সিংগাইরের ইউপি নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিদ্রোহী প্রার্থীদের স্থায়ীভাবে বহিষ্কার করেছি। দলীয় পদে থেকে যাঁরা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া বিদ্রোহী প্রার্থীরা হলেন, বলধারা ইউনিয়ন পরিষদের (ইউপি) বিদ্রোহী প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ওবায়দুর রহমান, চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামির্ত্তা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন, জয়মন্টপ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ফকির, একই ইউনিয়নের আরেক বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহমদ মোল্লা, জামশা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ওরফে মিঠু, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সদস্য তারিকুল ইসলাম এবং শায়েস্তা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হালিম।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে  সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার