Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাবুল নিহত

২০ ডিসেম্বর, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাবুল নিহত
মিরসরাই প্রতিনিধি :

মিসরাইয়ে ট্রেনের ধাক্কায় ব্যাংকের নিরাপত্তা রক্ষী বাবুল হোসেন (৫২) নিহত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম রেল রুটের বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর বল্লবপুর গ্রামের মৃত জমির উদ্দিন মজুমদারের ছেলে। সে চাকুরীর কারণে চট্টগ্রামের হালিশহর এলাকার মইন্যাপাড়া রাস্তার মাথা এলাকায় বাসা ভাড়া করে থাকতো। চট্টগ্রামে একটি বেসরকারী ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শী সবুজ জানান, ঘটনার সময় সে রেল লাইনের পূর্ব অংশে দাঁড়িয়ে ছিল। এসময় ডাউন লাইনে চট্টগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেসের দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত বাবুল ৩ দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলো।

ঘটনাস্থলে উপস্থিত জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এখানে এসেছি। নিহতের পরিচয় সনাক্ত করে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তার সাথে থাকা জিনিসপত্র পুলিশ হেফাজতে রয়েছে। আমরা রেলওয়ে (জিআরপি) পুলিশের সাথে যোগাযোগ করেছি। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার