Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

জেলে পল্লীর শতাধিক শিক্ষার্থী পেল লাইট ফর হিউম্যানিটির শীতবস্ত্র

২১ ডিসেম্বর, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
জেলে পল্লীর শতাধিক শিক্ষার্থী পেল লাইট ফর হিউম্যানিটির শীতবস্ত্র

ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল স্বেচ্ছাসেবী সংগঠন লাইট ফর হিউম্যানিটি। চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন যমুনা রোডস্থ জেলে পল্লীর প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাইট ফর হিউম্যানিটির সভাপতি মোঃ সালাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে লাইট ফর হিউম্যানিটির কার্যক্রম দেখে আমরা অভিভূত। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে আপনারা যে কাজ করছেন সেটি সত্যিই প্রশংসনীয়।

তিনি বলেন, চারদিকে যখন ধর্ষণ আর মাদকের ছড়াছড়ি তখন অসহায় মানুষদের জন্য এ সকল স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রম আমাদের আশাবাদী করে। যারা স্বার্থ ত্যাগ করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেয়, তাদের স্যালুট।

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে যতই দুঃখ-কষ্ট হোক না কেন, পড়ালেখা ছাড়া যাবে না। পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে। আগামীদিনে তোমরাই হবে জাতির কর্ণধার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য সংগঠনের উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান বলেন, লাইট ফর হিউম্যানিটি সর্বদা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীদিনেও তারা এ ধারাবাহিকতা ধরে রাখবে আশা করি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান সেলিম, অত্র বিদাল্যায়ের গভর্নিং বোর্ডের সভাপতি শাহজাহান মল্লিক ও প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিদ্দিকী।

সংগঠনের যোগাযোগ ও প্রচার সম্পাদক সুলতানা তাসলিমার সঞ্চালনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশন করেন লাইট ফর হিউম্যানিটির শিশুরা।

শেয়ার