Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

শপথ নিলেন নীলফামারী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

২১ ডিসেম্বর, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
শপথ নিলেন নীলফামারী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা
শিমুল খান, নীলফামারী :

২৮ নভেম্বর অনুষ্ঠিত নীলফামারী পৌরসভার নবনির্বাচিত মেয়র দেওয়ান কামাল আহমেদসহ নির্বাচিত ১২ জন কাউন্সিলর শপথ বাক্য পাঠ করেছেন। সরকারি গেজেট প্রকাশের পর আজ মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্য পাঠ করেন নবনির্বাচিত মেয়র দেওয়ান কামাল আহমেদ, কাউন্সিলর ১নং বারাইপাড়া-সবুজ পাড়া ওয়ার্ডে আবদুল মতিন, কাউন্সিলর ২নং মরাল সংঘ- বেলালের মোড় ওয়ার্ডে আমির আলী, কাউন্সিলর ৩নং নিউ বাবু পাড়া-হাড়োয়া ওয়ার্ডে ময়নুল ইসলাম, কাউন্সিলর ৪নং কলেজ পাড়া-বাশিহারা ওয়ার্ডে মোস্তফা জামাল, কাউন্সিলর ৫নং সওদাগর পাড়া-কবরস্থান মোড় ওয়ার্ডে ইয়াসিন আলী, কাউন্সিলর ৬নং ওয়ার্ডে আলহাজ্ব মাহাফুজার রহমান শাহ্ ৭নং শাহীপাড়া ওয়ার্ডে শাহাজাদা মুক্তি, কাউন্সিলর ৮নং ওয়ার্ডে কলিম উদ্দিন, কাউন্সিলর ৯নং ওয়ার্ডে শাহাজাহান, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং (১, ২ ও ৩) ওয়ার্ডে রত্না রাণী, ২নং (৪, ৫ ও ৬) ওয়ার্ডে মাহামুদা নাসরিন তন্নী, ৩নং (৭, ৮ ও ৯) ওয়ার্ডে আফরোজা সুলতানা।

শপথ বাক্য পাঠ শেষে গণমাধ্যমকে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিত, পৌর শহরের উন্নয়ন, ভোটারদের অকুণ্ঠ ভালবাসার প্রতিদান আমি দিব। নীলফামারী পৌর সভার উন্নয়নে সবাই কাধে কাধ মিলিয়ে কাজ করবো। আমি যত দিন বেঁচে থাকবো, ততদিন শুধু নীলফামারীবাসীর জন্য কাজ করে যাবো। তাদের সেবা করাই হবে আমার ধর্ম।

শেয়ার