Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

শঙ্কায় ভোটাররা, চ্যালেঞ্জ বলছেন থানার ওসি

২৫ ডিসেম্বর, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
শঙ্কায় ভোটাররা, চ্যালেঞ্জ বলছেন থানার ওসি
রাকিবুল ইসলাম রাফি, রাজবাড়ী :

রাজবাড়ীর পাংশা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ ভোটাররা। তাঁরা বলছেন, ভোটের দিন কেন্দ্রে গ্যাঞ্জাম (কেন্দ্র দখল, মারামারি) হওয়ার আশঙ্কা আছে। তবে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন এবং তাঁদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। ভোট দেওয়ার জন্য তাঁরা উদ্‌গ্রীব হয়ে আছেন।

নির্বাচন কেমন হবে, এ প্রশ্নের জবাবে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের জবাব, ‘এটা আমার জন্য চ্যালেঞ্জ। ভোট সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে যা যা দরকার, তাই–ই করা হবে। যোগদান করেছি কয়েক মাস হয়ে গেছে, এর মধ্যে পাংশার পরিবেশ সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে।’

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ৫ জানুয়ারী উপজেলার ১০টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৭টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরা আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন। প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আছে। অন্যদিকে বিএনপির নেতা–কর্মীরা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

কয়েকজন ভোটার বলেন, এবার পাংশা ত্রিমুখী যুদ্ধ হচ্ছে। শুক্রবার বিকেল পর্যন্ত দু-একটি ইউনিয়ন ব্যতীত নৌকার চেয়ে বিদ্রোহীদের মাঠ বেশি দখলে। দলীয় ভোট ভাগ হয়ে যাওয়ায় বিএনপির কয়েকজন স্বতন্ত্র প্রার্থী একটু বাড়তি সুযোগ পাচ্ছে। তবে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ থাকলে কে চেয়ারম্যান নির্বাচিত হবেন, সেটা বলা মুশকিল।

উপজেলার সরিষা ইউনিয়নের কয়েকজন ভোটারের সাথে কথা হলে তারা বলেন, ‘প্রতিদিন বিকেলে এলাকায় বহিরাগতরা মোটরসাইকেল মহড়া দিচ্ছে। তবে ভোটের দিন যদি প্রশাসন ঠিক থাকে, তারা কোনো পাত্তা পাবে না। গ্রাম ভালো রাখতে প্রশাসনকে কঠোর হতে হবে। এতটুকুই শুধু চাওয়া।’

যশাই এলাকায় মাঠে কাজ করছিলেন কৃষক জহুরুল ইসলাম। তিনি বললেন, নারী–পুরুষ সবাই ভোট দিতে যাবে। কিন্তু ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন।

উপজেলার সরিষা, যশাই, বাবুপাড়া, মাছপাড়া ও পাট্টা ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় আছেন।

এই উপজেলায় ইউপি নির্বাচনে তফসিল হওয়ার পর থেকেই পাল্টাপাল্টি হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

শেয়ার