Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি, এসপি

২৬ ডিসেম্বর, ২০২১ ৩:১১ অপরাহ্ণ
ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি, এসপি
মিঠুন গোস্বামী, রাজবাড়ী :

৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে রাজবাড়ী সদর উপজেলার প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক দিলসাদ বেগম। এছাড়াও রয়েছে রাজবাড়ী জেলার পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, এনএসআই রাজবাড়ী জেলা শাখার উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কমকর্তা মার্জিয়া সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ভোট কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন।

এ সময় তারা নির্বাচনে তথ্য সংগ্রহ কারী সাংবাদিক সহ নির্বাচনে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের সাথে কথা বলেন। এ সময় সাধারণ ভোটারদের সাথে ও তারা কথা বলেন।

ভোট দিতে আশা আয়শা বেগম বলেন, ভোট দিয়ে আসলাম। ভেবেছিলাম কি না কি হবে, কিন্তু এত সুন্দর পরিবেশে ভোট দিলাম বলে বুঝাতে পারবো না।

কথা হয় তরুণ ভোটার সাকিবের সাথে, সে বলেন নির্বাচনের আগে শুনতাম ভোট দিতে পারবো না।আগেই না কি আমার ভোট হয়ে যাবে। কিন্তু এসে দেখলাম সুন্দর পরিবেশ প্রশাসন ও কঠোর অবস্থানে রয়েছে। আমার ভোট আমিই দিয়ে আসলাম। তবে ভোটারের সংখ্যা বেশি হবার কারণে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হইছে।

উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ১২৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ২ টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। যার মধ্যে রয়েছে ৫৪ টি সাধারণ ভোট কেন্দ্র ও ৭৩ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সাধারণ ভোট কেন্দ্রে ২০ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২১ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। ১৪ টি ইউনিয়নে ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। এছাড়াও ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনী এলাকায় ২১ টি মোবাইল টিম টহল ও নিরাপত্তা রক্ষায় দ্বিতিত্ব পালন করছে।

শেয়ার