Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

রাঙামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু

২৭ ডিসেম্বর, ২০২১ ৩:১১ অপরাহ্ণ
রাঙামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটি শহরের উলুছড়ি এলাকায় রাঙামাটি স্টিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হয়েছে। সোমবার (২৭ডিসেম্বর) সকালে প্রধান অতিথি থেকে কলেজের শুভ উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

শিক্ষা প্রতিষ্ঠানটির বাস্তবায়ন কমিটির সভাপতি মুরতি সেন চাকমার সভাপতিত্বে এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাথের, রাঙামাটি জেলা আনসার সহকারী জেলা কমান্ডার মোস্তাকিন, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ কলেজটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে এমপি দীপংকর বলেন- ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে পার্বত্য চট্টগ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে। দুর্গম এলাকায় গড়ে তোলা হচ্ছে নতুন নতুন স্কুল-কলেজ। পাহাড়ে শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিক বলে জানান এমপি’।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশন করার মধ্যে দিয়ে কলেজেটির উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

 

শেয়ার