Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

ময়মনসিংহের ২০ ইউনিয়নে জয়ী হলেন যারা

২৭ ডিসেম্বর, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
ময়মনসিংহের ২০ ইউনিয়নে জয়ী হলেন যারা
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া চতুর্থ ধাপে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ হয়েছে। ভোটের দিন সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ছিল ভোটাদের স্বতস্ফূর্ত উপস্থিতি। বেসরকারী প্রাপ্ত ফলাফলে গৌরীপুরে ১০টি ইউনিয়নের মধ্যে সিদলা ইউনিয়নের ১টি কেন্দ্রে মারামারির ঘটনায় ঐ ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

বাকী ৯টি ইউনিয়নের মধ্যে ২টিতে নৌকা ৩টিতে বিএনপি ও ৪টিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে। তারাকান্দা উপজেলায় ১০টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার জানান, ১নং মইলাকান্দা ইউনিয়নে রিয়াদুজ্জামান রিয়াদ, (স্বতন্ত্র বিএনপি, আনারস) ২নং গৌরীপুরে ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী হযরত আলী (নৌকা), ৩নং অচিন্তপুর ইউনিয়নে জায়েদুর রহমান, (স্বতন্ত্র, বিএনপি, মোটর সাইকেল), ৪নং মাওহা ইউনিয়নে মোহাম্মদ আল ফারুক, (স্বতন্ত্র ঘোড়া),৫নং সহনাটী ইউনিয়নে সালাহ উদ্দিন রুবেল (নৌকা), ৬নং বোকাইনগর ইউনিয়নে আল মোক্তাদীর শাহীন, (স্বতন্ত্র প্রার্থী ঘোড়া), ৭নং
রামগোপালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন জনি, (স্বতন্ত্র আনারস) ৮নং ডৌহাখলা ইউনিয়নে এম.এ কাইয়ুম (স্বতন্ত্র ঘোড়া), ৯ নং ভাংনামারী ইউনিয়নে নেজামুল হক সরকার (স্বতন্ত্র আনারস) এছাড়া উপজেলার ১০নং সিধলা ইউনিয়নে নির্বাচনী সহিংসতার কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

তারাকান্দা উপজেলা নির্বাচন অফিসার একে এম সাইদুজ্জামান জানান, তারাকান্দা সদর ইউনিয়নে খাদেমুল আলম শিশির (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুল হক মজি (স্বতন্ত্র মটরসাইকেল) বানিহালা ইউনিয়নে আলতাফ হোসেন খন্দকার (নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাসনাত (স্বতন্ত্র অটোরিক্সা), রামপুর ইউনিয়নে আজিজুর রহমান বুলে (নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান হোসেন আকন্দ (স্বতন্ত্র আনারস)।

বালিখাঁ ইউনিয়নে শামসুল ইসলাম (নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিদ্দিক হোসেন (স্বতন্ত্র আনারস)। কামারিয়া ইউনিয়নে আজারুল ইসলাম সরকার (নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বী এবাদত হোসেন তালুকদার রনু (স্বতন্ত্র)। ঢাকুয়া ইউনিয়নে ইকরামুল হক তালুকদার (নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজবাহ উদ্দিন মন্ডল (স্বতন্ত্র)।

গালাগাঁও ইউনিয়নে আব্দুর রহমান তালুকদার (নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিম উদ্দিন (স্বতন্ত্র মটরসাইকেল)। কাকনী ইউনিয়নে আব্দুল খালেক তালুকদার (স্বতন্ত্র ঘোড়া), নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান রিপন (নৌকা)। বিসকা ইউনিয়নে সাকির আহমেদ বাবুল (স্বতন্ত্র ঘোড়া) নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাম্মেদ আলী খান

(স্বতন্ত্র মটরসাইকেল)। কামারগাঁও ইউনিয়নে নাইমুর রহমান উজ্জল (স্বতন্ত্র চশমা) নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম (নৌকা)। তারাকান্দা উপজেলায়
ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

শেয়ার