Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: জেলা প্রশাসক

২৮ ডিসেম্বর, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ
নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: জেলা প্রশাসক
আশিক বিন রহিম, চাঁদপুর :

ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলায় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে চাঁদপুর স্টেড়িয়াম মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরির পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ পিপিএম বার, হাজিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্ম তোফায়েল আহমেদ প্রমুখ। শুরুতেই প্রার্থীদের আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্যাদি উত্থাপন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মার্শেদ। এছাড়া সভায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যন ও কাউন্সিলর প্রার্থীগণ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ তাঁর বক্তব্যে বলেন, ইতোমধ্যে চাঁদপুরে মতলব উত্তর-দক্ষিণে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্য জেলার মত চাঁদপুরে বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে আন্তরিক হয়ে কাজ করছে। আর শেষ ভালো যার সব ভালো তার। তাই আমরা চাঁদপুরের যে তিনটি উপজেলার নির্বাচন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে, সেটাকে আমরা সুশৃংখল শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করব। আপনারা আমাদের প্রতি শতভাগ আস্থা রাখবেন বলে আমি বিশ্বাস করি।

তিনি সকলকে আশ্বস্থ করে বলেন, সরকারের পক্ষ থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা এবং আইন শৃঙ্খলা যাতে করে স্বাভাবিক থাকে সে নির্দেশনা রয়েছে। সে চেষ্টাই আমাদের থাকবে। তবে এ ক্ষেত্রে আগে আপনাদের সহযোগীতা লাগবে। সুষ্ঠুভাবে নির্বাচন গ্রহণের জন্য আমাদের পরিকল্পনা আছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, নির্বাচনে কেউ চাপ বা বাধা প্রয়োগ করলে আপনারা আমাদেরকে জানাবেন। প্রতিটি কেন্দ্রে ভোটাররা যাতে নির্ভিগ্নে ভোট দিতে পারে, তা নিশ্চিত করনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।

পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, আমরা সবাই নির্বাচনে সুষ্ঠ পরিবেশ চাই। এই চাওয়াকে বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের ভূমিকা সবচেয়েবে বেশি। কেউ জাল ভোট দেয়ার চেষ্টা করলে, কারো ভোটাধিকারে হস্তক্ষেপ করলে কঠোর শাস্তি পেতে হবে। ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে সকলের সহযোগীতা কামনা করছি।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার