Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

সোনাইমুড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

২৮ ডিসেম্বর, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার একটি হোটেলে অভিযান চালিয়ে খলিল (৫৫) ও অরুণ (৪৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে সোনাইমুড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের বীরতলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে খলিল ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে অরুণ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের নির্দেশনায় সোনাইমুড়ী পৌর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।অভিযানকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের সোনাইমুড়ী-ছাতারপাইয়া সড়কের ডিবি রোড এলাকার মামুন হোটেলে অভিযান চালানো হয়। এসময় ওই হোটেলের ভিতরে থাকা দুই মাদক কারবারি খলিল ও অরুণকে ৩শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার