Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

জয়পুরহাটে নিরাপদ আভিবাসন উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৯ ডিসেম্বর, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ
জয়পুরহাটে নিরাপদ আভিবাসন উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আল মামুন, জয়পুরহাট :

জয়পুরহাটে নিরাপদ আভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আসিফ আজিজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার গোলাম হাবিব।

সেমিনারে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধি, এনজিও কর্মী, রাজনীতিবীদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ ১শ জন প্রতিনিধি অংশ নেয়।

শেয়ার