Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

রাঙামাটি জেলা মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসমত, সম্পাদক সিরাজ

২৯ ডিসেম্বর, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
রাঙামাটি জেলা মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসমত, সম্পাদক সিরাজ
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ডিসেম্বর) বিকেলে রাঙামাটি প্রেস ক্লাবের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: সিকান্দার হোসেন চৌধুরী।

সভাপতি পদে এটিএম হাসমত উল্লাহ ছাতা প্রতীক নিয়ে ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৮। সহ-সভাপতি পদে মো: কামাল উদ্দিন হারিকেন প্রতীকে ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়ুব খান হরিণ প্রতীকে ১৮৫ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো: সিরাজুল ইসলাম মাছ প্রতীকে ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আলী আকবর আবু দোয়াত কলম প্রতীকে ২৩৫ ভোট পেয়েছেন। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মো: জামাল উদ্দিন আম প্রতীকে ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: নুরুল আলম দিদার প্রজাপতি প্রতীকে ২৩৯ ভোট পেয়েছেন।

কোন প্রতিদ্বন্ধী না থাকায় সহ-সাধারণ সম্পাদক পদে মো: আমিনুল ইসলাম বাহার বটগাছ প্রতীক নিয়ে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে মো: নজরুল ইসলাম বাপ্পি টেলিফোন প্রতীকে ৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আবুল বশর বাবু চশমা প্রতীকে ১৭৪ ভোট পেয়েছেন।

কোষাধক্ষ্য পদে মো: সোলায়মান খেঁজুর গাছ প্রতীক নিয়ে ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম. কামাল উদ্দিন আকাশ তালাচাবি প্রতীক নিয়ে পেয়েছেন ৭০।

প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে মো: শহিদুল ইসলাম কলস প্রতীক নিয়ে ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আবুল কাশেম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৪।

দপ্তর সম্পাদক পদে মো: তারিকুল ইসলাম নয়ন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইমরান হোসেন স্বপন বই প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৭।

কার্যকরী সদস্য পদে মো: আজিজুল ইসলাম ডাব প্রতীক নিয়ে ৩৭১ ভোট, মো: তৈয়ব আলী গোলাপ ফুল প্রতীকে ৩৫৯ ভোট, মো: কামাল উদ্দিন টেলিভিশন প্রতীক নিয়ে ৩০৩ ভোট, মো: ইউসুফ আলী, ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এসময় রাঙামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: শহিদুজ্জামান মহসিন রোমান, সদস্য মো: আজগর, মো. হাসান, মো. ইমামুল হক।

নির্বাচনের দিনে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের শ্রম কল্যাণ সংগঠক মো. বোরহান উল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।

শেয়ার