Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

শেরপুরে আদালত ভবনে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন

২৯ ডিসেম্বর, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
শেরপুরে আদালত ভবনে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন
শেরপুর প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে বিচার ও সেবাপ্রার্থী মায়েদের দুর্ভোগ লাঘবে আদালত ভবনে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন করা হয়েছে।২৯ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা জজ আদালত ভবনের নিচতলায় ওই মাতৃদুগ্ধপান কেন্দ্রের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন।

ওইসময় তিনি বলেন, আদালতে সেবা নিতে আসা মায়েরা তাদের শিশুদের দুধপান করাতে গিয়ে সমস্যায় ভুগেন। মুজিববর্ষে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ দুর্ভোগ লাঘবে আদালত ভবনে মাতৃদুগ্ধপান কেন্দ্রটি স্থাপন করা হলো। এখন থেকে মায়েরা তাদের শিশুদের নিরাপদে এখানে দুগ্ধপান করাতে পারবেন। তিনি আরও বলেন, কেন্দ্রটির নিরাপত্তায় আদালতের একজন নারী কর্মচারীকে সার্বক্ষণিক নিয়োজিত রাখা হবে।

মাতৃদুগ্ধপান কেন্দ্র উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা গোলাম মাহবুব খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলা জজ আদালতের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ মাতৃদুগ্ধপান কেন্দ্রে বিচার ও সেবাপ্রার্থী মায়েরা তাদের শিশুদের নিরাপদে দুধপান করাতে পারবেন। চারটি চেয়ার ও একটি টেবিলসহ সুসজ্জিত ওই কেন্দ্রটিতে পানি পানের সুবিধার্ধে পানির ফিল্টার ও গ্লাস রাখা হয়েছে। সেইসাথে কেন্দ্রটির ভেতরে ও বাইরে সচেতনতামূলক বিভিন্ন স্টিকার ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে।

 

শেয়ার