Top
সর্বশেষ

শেরপুর বই মেলায় ‘স্বপ্ন বিলাসী’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

০২ জানুয়ারি, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
শেরপুর বই মেলায় ‘স্বপ্ন বিলাসী’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার তৃতীয় দিনে শেরপুরের ছড়াকার, শিশু সাহিত্যিক ও লেখক আশরাফ আলী চারু সম্পাদিত ১৬ কবির যৌথ কাব্যগ্রন্থ ‘স্বপ্ন বিলাসী’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১ জানুয়ারী) শনিবার সন্ধায় ডিসি চত্বরস্থ বিজয় মঞ্চে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু।

এসময় গ্রন্থের সম্পাদক আশরাফ আলী চারুর সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে শেরপুর সরকারী কলেজের অধ্যাপক শিব সংকর কারুয়া, জেলা সরকারী পাঠাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক ও লেখক রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সোহেল, শিশুসাহিত্যিক, ছাড়াকার ও সাহিত্য সামালোচক মোস্তাফিজুল হকসহ গ্রন্থের অন্যান্য লেখক ও কবিরা উপস্থিত ছিলেন।

গ্রন্থে ১৬ কবি’র সংক্ষিপ্ত জীবনীসহ ৫ টি করে কবিতা স্থান পেয়েছে। গ্রন্থটি সিলেটের ‘পাপড়ি’ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে।

শেয়ার