Top
সর্বশেষ

মাগুরায় নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে প্রশিক্ষণ

০২ জানুয়ারি, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ
মাগুরায় নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে প্রশিক্ষণ
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ রবিবার সকালে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ফ্রি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের আওতায় নারীদের ক্ষমতা বৃদ্ধি ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বি.এম আরিফুজ্জামান সাজ্জাদ।

প্রশিক্ষণে বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স বিষয়ে ২৫০ জন নারী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে।

শেয়ার