Top
সর্বশেষ

ওমিক্রন মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে : সিএমপি কমিশনার

০৪ জানুয়ারি, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
ওমিক্রন মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে : সিএমপি কমিশনার
চট্টগ্রাম প্রতিনিধি :

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি বলেন, ওমিক্রন মোকাবিলা করতে আমরা কিছুটা সময় পেয়েছি। এর মধ্যেই আমাদের প্রস্তুতি নিতে হবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর জিইসি কমিউনিটি সেন্টারে আয়োজিত সিএমপি ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সিএমপি কমিশনার বলেন, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় পরিবহন সেক্টরকে সচেতন করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এ কাজ আরও বেগবান করা হবে।

ট্রাফিক সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, উপকমিশনার ট্রাফিক (উত্তর) জয়নাল আবেদীন, উপকমিশনার ট্রাফিব বন্দর শাকিলা সুলতানাসহ নগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৬ জানুয়ারি থেকে ‘আমার গাড়ি নিাপদ’শিরোনামে ব্যাতিক্রমী উদ্বোগ নিয়েছে নগর ট্রাফিক বিভাগ। এর মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশার মাধ্যমে সংঘঠিত বিভিন্ন অপরাধ সহজেই উদ্ঘাটন এবং নিয়ন্ত্রণ করার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সিএমপি।

ট্রাফিক সপ্তাহ উদ্বোধন উপলক্ষে সিএমপি কশিমনার আরও বলেন, বিভিন্ন পরিবহনে ইতোমধ্যে প্রতীকি কিছ স্টিকার লাগানো হয়েছে; আরও লাগানো হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান নগর পুলিশের এই অভিভাবক।

এর আগে সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এরমধ্যে সচেতনতা সৃষ্টিসহ জানজট নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নগরীকে জানজটমুক্ত পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের নেওয়া উদ্যোগের পাশাপাশি চালক ও নগরবাসীকেও সচেতন হতে হবে।

শেয়ার