Top
সর্বশেষ

সোনাইমুড়ীতে নৌকা প্রতীকে সিল মারার সময় আটক প্রিসাইডিং অফিসার

০৫ জানুয়ারি, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে নৌকা প্রতীকে সিল মারার সময় আটক প্রিসাইডিং অফিসার
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকে সিল মারার সময় এক প্রিসাইডিং অফিসারকে আটক করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল।

আটককৃত প্রিসাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামান উপজেলার আব্দুল্লাহর হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক। তিনি নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মির্জা নগর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

আজ বুধবার (৫ জানুয়ারি) বিকাল পৌনে ৩ টায় উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকাল ৩টায় উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মির্জা নগর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামানকে নৌকা প্রতীকে সিল মারার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম ফয়সাল হাতেনাতে আটক করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম ফয়সাল বলেন, আটককৃত প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার