Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটি

১০ মার্চ, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটি
দিদারুল আলম ,চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান আজিজ নির্বাচিত হয়েছেন।

সভাপতি-সাধারণ সম্পাদক দুজনই নগরীর রাজনীতিতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

গত বুধবার (৯ মার্চ) রাত ১২টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির মেয়াদ থাকবে তিন বছর। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হবে বলে উল্লেখ্য করা হয়েছে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘আপতত ২০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। এ কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।’

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে আছে হেলাল উদ্দিন, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবু হাসনাত মো বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান ও মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুদ্দীন, আবদুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন।

১৯ জনের কমিটিতে মাছুদ খান, মো. সালাউদ্দিন (শেরশাহ) ও দেবাশিষ আর্চায্যকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। প্রচার সম্পাদক হয়েছেন তাছাদ্দেক নূর চৌধুরী অপু।

এর আগে গত বছরের ১৯ জুন অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে ৪৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩২ জন ফরম জমা দিয়ে ছিলেন। পরে সমঝোতার ভিত্তিতে কমিটি না হওয়ায় দীর্ঘ সাত মাস পর কেন্দ্র থেকে মধ্যরাতে ২০ সদস্যের আংশিক কমিটি ঘোষিত হল।

২০০১ সালে স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যের কমিটি গঠিত হলেও গত ২০ বছরেও অ্যাড. জিয়া উদ্দীন আহমদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি।

শেয়ার