রাজধানী ঢাকার ফার্মগেটের ইন্দিরা রোডে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্্ উদ্দীন আহমেদ। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তেজগাঁও কলেজের উপধ্যাক্ষ প্রফেসর হারুন অর রশিদ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট শামসুল হক এবং স্থানীয় ব্যবসায়ী ও ভবন মালিক মোঃ হারুনুর রশীদ। এছাড়া ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল একেএম ফজলুর রহমান, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি এন্ড সিইও এস. এম. নাসির উদ্দিন, ফাইন্যান্সিয়াল এডমিনিস্ট্রিশন ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মান্নান ব্যাপারী, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, উপশাখার তত্ত্বাবধায়ক শাখা পান্থপথের ব্যবস্থাপক ও ভিপি এএসএম হুজাইফা নোমান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শীর্ষ নির্বাহী এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মোঃ কফিলউদ্দিন ভুঁইয়া।