Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

ইন্দিরা রোডে সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন

১০ মার্চ, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
ইন্দিরা রোডে সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানী ঢাকার ফার্মগেটের ইন্দিরা রোডে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্্ উদ্দীন আহমেদ। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তেজগাঁও কলেজের উপধ্যাক্ষ প্রফেসর হারুন অর রশিদ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট শামসুল হক এবং স্থানীয় ব্যবসায়ী ও ভবন মালিক মোঃ হারুনুর রশীদ। এছাড়া ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল একেএম ফজলুর রহমান, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি এন্ড সিইও এস. এম. নাসির উদ্দিন, ফাইন্যান্সিয়াল এডমিনিস্ট্রিশন ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মান্নান ব্যাপারী, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, উপশাখার তত্ত্বাবধায়ক শাখা পান্থপথের ব্যবস্থাপক ও ভিপি এএসএম হুজাইফা নোমান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শীর্ষ নির্বাহী এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মোঃ কফিলউদ্দিন ভুঁইয়া।

শেয়ার