অবশেষে হাতির অবাধ বিচরণ নিশ্চিতে শেরপুরের গারো পাহাড়ে তৈরি হচ্ছে হাতির অভয়ারণ্য। আর এতে খুশি পাহাড়ের মানুষ।
বনবিভাগ জানায় এরই মধ্যে জমি নির্ধারণ ও মালিকানা চিহ্নিত করার কাজ শুরু করেছে তারা। এছাড়া কমতে থাকা বনভূমি উদ্ধারেও কাজ শুরু হয়েছে।
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতি যখন তার পুরোনো পথে চলাচল করতে থাকে, তখনই অবৈধভাবে গড়ে ওঠা বাড়িঘর সামনে পড়ে যায়। আর সেগুলো গুঁড়িয়ে দিয়ে এগিয়ে চলতে চায় প্রাণীগুলো। মানুষও দিতে থাকে বাধা। শুরু হয় হাতি ও মানুষের দ্বন্দ্ব।
আবার খাদ্যের অভাবে লোকালয়ে হাতি এসে ফসল, গাছপালা খেয়ে নষ্ট করে। এতে মানুষ আক্রমণ করে হাতির ওপর। হাতিও চালায় হামলা। বন বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, এতে ২৭ বছরে শতাধিক মানুষ হাতির আক্রমণে মারা যায়। আর মানুষের আক্রমণসহ বিদ্যুতের তারে জড়িয়ে এবং বিষাক্ত খাবার খেয়ে মারা যায় অন্তত ৫০টি হাতি।
প্রথমে বন বিভাগ চিন্তা করে, প্রাণীগুলো হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে আসে। এ জন্য বনের ভেতর হাতির খাবার তৈরির একটি প্রকল্প হাতে নেয় তারা। ২০১৪-১৫ সালের দিকে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে হাতির খাদ্য তৈরির একটি প্রকল্প হাতে নেয় বনবিভাগ। সে প্রকল্পের তেমন কোনো সুফল মেলেনি।