Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

শেরপুরের গারো পাহাড়ে হচ্ছে হাতির অভয়ারণ্য

১১ মার্চ, ২০২২ ২:১১ অপরাহ্ণ
শেরপুরের গারো পাহাড়ে হচ্ছে হাতির অভয়ারণ্য
শেরপুর প্রতিনিধি  :

অবশেষে হাতির অবাধ বিচরণ নিশ্চিতে শেরপুরের গারো পাহাড়ে তৈরি হচ্ছে হাতির অভয়ারণ্য। আর এতে খুশি পাহাড়ের মানুষ।

বনবিভাগ জানায় এরই মধ্যে জমি নির্ধারণ ও মালিকানা চিহ্নিত করার কাজ শুরু করেছে তারা। এছাড়া কমতে থাকা বনভূমি উদ্ধারেও কাজ শুরু হয়েছে।

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতি যখন তার পুরোনো পথে চলাচল করতে থাকে, তখনই অবৈধভাবে গড়ে ওঠা বাড়িঘর সামনে পড়ে যায়। আর সেগুলো গুঁড়িয়ে দিয়ে এগিয়ে চলতে চায় প্রাণীগুলো। মানুষও দিতে থাকে বাধা। শুরু হয় হাতি ও মানুষের দ্বন্দ্ব।

আবার খাদ্যের অভাবে লোকালয়ে হাতি এসে ফসল, গাছপালা খেয়ে নষ্ট করে। এতে মানুষ আক্রমণ করে হাতির ওপর। হাতিও চালায় হামলা। বন বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, এতে ২৭ বছরে শতাধিক মানুষ হাতির আক্রমণে মারা যায়। আর মানুষের আক্রমণসহ বিদ্যুতের তারে জড়িয়ে এবং বিষাক্ত খাবার খেয়ে মারা যায় অন্তত ৫০টি হাতি।

প্রথমে বন বিভাগ চিন্তা করে, প্রাণীগুলো হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে আসে। এ জন্য বনের ভেতর হাতির খাবার তৈরির একটি প্রকল্প হাতে নেয় তারা। ২০১৪-১৫ সালের দিকে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে হাতির খাদ্য তৈরির একটি প্রকল্প হাতে নেয় বনবিভাগ। সে প্রকল্পের তেমন কোনো সুফল মেলেনি।

 

 

শেয়ার